ফাইনালে পরাজয়ে আর্জেন্টিনায় সংঘর্ষ

জার্মান আগ্রাসনের মুখে উদযাপন করা হলো না আর্জেন্টাইনদের।
২৪ বছর পর আর্জেন্টিনার ফাইনাল খেলাকে উদযাপন করতে রাজধানী বুয়েন্স আইরেসে আয়োজিত র‍্যালী জার্মানির কাছে পরাজয়ের পর ভাংচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক ধর-পাকড়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এক খবরে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রোববার খেলা শুরুর আগে শত শত সমর্থক বুয়েন্স আইরেসের ওবেলিস্কে এসে জড়ো হয়।
সাধারণত বিজয় উদযাপন করতে আর্জেন্টাইনরা এই চত্বরে জড়ো হয়।
কিন্তু জার্মান বদলি খেলোয়াড় মারিও গটজের গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর উচ্ছৃঙ্খল সমর্থকরা দোকান-পাট ভাংচুর, সংবাদ কর্মীদের মারধর এবং পুলিশের ওপর আক্রমণ চালানো শুরু করে।
পাল্টা জবাবে পুলিশ জল কামান ও টিয়ার শেলের মাধ্যমে উচ্ছৃঙ্খলা থামানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ১৫ জন পুলিশ সদস্য আহত হয় এবং ৪০ জনকে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গ্রেপ্তার করা হয়।
আরেক খবরে জানা গেছে, আর্জেন্টিনার স্যান মিগুয়লেও সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের মতো আসরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। হাল আমলের সেরা ফুটবলার লিওনেল মেসির নৈপুণ্যে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়ে রানার্স আপ হয়েই বাড়ি ফিরতে হলো আর্জেন্টিনাকে।

0 comments :

একটি মন্তব্য পোস্ট করুন