আরও ৫৫ প্রাণীর সন্ধান

প্রাণীজগতে আরও ২০ টি উভচর ও ৩৫ টি সরীসৃপ প্রাণীর সন্ধান মিলেছে। ভারত ও ভুটানের মানস অরণ্যে এদের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করছে ভুটানের মানস কর্তৃপক্ষ।
এগুলোর মধ্যে রয়েছে সবুজ ব্যাঙ, বাব্স নেস্ট ফ্রগ, টুইন স্পটেড গাছ-ব্যাঙ, নীল পাখাওয়ালা গিরগিটি, পোপ্স পিট ভাইপার ইত্যাদি।
রোববার ভারতের একটি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।
কতৃপক্ষ বলছে, এই প্রথমবারের মতো ভারত সীমানায় মানস অরন্যে ১৯টি এবং ভুটান অংশে ১৮টি নতুন প্রজাতির অস্তিত্বের খোঁজ পেয়েছেন তারা।
মানস জাতীয় অরণ্যের উর্ধতন কর্মকর্তা সোনালি ঘোষ জানিয়েছেন, ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া ও আরণ্যক গৌহাটি বিশ্ববিদ্যালয় এবং আর্য বিদ্যাপীঠ কলেজের গবেষক ও বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তারা এই অনুসন্ধান চালিয়েছে।
তিনি বলেন, বর্তমানে যে উভচর শ্রেনীর সন্ধান তারা পেয়েছেন সেগুলো বিপন্ন এবং বিরল তালিকাভুক্ত।
গবেষক দলের অভিজিৎ দাসের বলেন, দুই দেশে ছড়িয়ে থাকা এই মানসের জঙ্গলে প্রাণী ও উদ্ভিদের প্রকৃতি বুঝতে নিয়মিত সমীক্ষা প্রয়োজন। তাই দরকার মানস জাতীয় উদ্যানে বার্ষিক প্রাণী শুমারি।

1 comments :

vardisyankee বলেছেন...

Blackjack, Roulette, Craps & Casino Near Me - MapyRO
Find the best Blackjack, Roulette, Craps 광양 출장마사지 & Casino 성남 출장마사지 in the United States. 강원도 출장샵 Mapyro is your trusted online source for 순천 출장안마 legal casino 부산광역 출장마사지 games, sports betting,

একটি মন্তব্য পোস্ট করুন